প্যারেন্টিং PDF বই রিভিউ, লেখক: আমির জামান, নাজমা জামান | Parenting PDF Book Review eBoiself

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
প্যারেন্টিং PDF eboiself


প্যারেন্টিং

লেখক : আমির জামান, নাজমা জামান
প্রকাশনী : ইনস্টিটিউট অব ফ্যামিলি ডেভেলপমেন্ট
বিষয় : সন্তান প্রতিপালন

Family Development Package এর ৬ নাম্বার বই “প্যারেন্টিং” বইটি। লেখক এবং লেখিকা তাঁদের ১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটির মাধ্যমে উপস্থাপন করেছেন। বাবা মায়েরা সন্তানের জন্য অনেক কষ্ট করা সত্ত্বেও সঠিক দিক নির্দেশনা না থাকার কারনে সন্তানেরা বাবা মা এর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ জন্য দরকার সঠিক গাইডলাইনের।

আধুনিক এই সমাজে আমাদের দেশের কিছু অভিভাবক তাদের সন্তানের স্বাস্থ্য ও পুষ্টির বিষয় নিয়ে চিন্তিত থাকে।
আবার কেউ কেউ ব্যস্ত থাকে সন্তানের লেখাপড়া নিয়ে।যেমন সকালে একজন প্রাইভেট শিক্ষক এর পর স্কুল, স্কুল শেষে কোচিং, সন্ধায় আবার আরেকজন শিক্ষক ইত্যাদি।

অনেকে আবার যখন পরীক্ষা রেজাল্ট খারাপ হয় তখন তাকে মারধর বা শাস্তি দেওয়া শুরু করেন কিন্তু সন্তানের কোনো বিষয়েরই খোঁজ-খবর কখনো নেন না।
কিন্তু তারপর ও সকল মা বাবাই মনে করেন তারা সন্তান এর ভাল চান! তার সন্তান কে খুব ভালোবাসেন!


অথচ একজন আদর্শ পিতা-মাতার বৈশিষ্ট্য কখনোই এমন হওয়া উচিৎ নয়।

প্যারেন্টিং শব্দটির সাথে খুব একটা পরিচিত নয় আমাদের দেশের মানুষ। অমুসলিমদের প্যারেন্টিং এর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে, শিশু পালনের বিষয়গুলো সুন্নাহভিত্তিক। অমুসলিম  বিষেজ্ঞরা এখন গবেষণা করে যেসব বিষয় আবিষ্কার করেছেন তা ১৪ শত বছর আগেই আমাদের প্রিয় নবি মুহাম্মাদ (সাঃ) আমাদের শিখিয়ে গিয়েছেন।

এ বইটিতে সন্তান লালন পালনের বিষোয়গুলো বিজ্ঞান ও ইসলামের সাথে সমন্বয় সাধন করে উপস্থাপন করা হয়েছে। বইটিতে সন্তান প্রতিপালনের ৬ টি ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। যেগুলো হলোঃ
  1.  সন্তান জন্ম নেয়ার আগের প্রস্তুতি
  2.  সন্তান জন্ম নেয়ার পরের করণীয়
  3.  সন্তান স্কুলে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব
  4.  সন্তানের স্কুল জীবনের গাইড লাইন
  5.  সন্তানের কলেজ/ইউনিভার্সিটি জীবনের গাইড লাইন
  6.  সন্তানের শিক্ষা জীবনের পরবর্তী জীবন

প্রতিটি ধাপের বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।
বর্তমান যুগে সন্তান লালন পালন করতে গিয়ে বাবা মা’দের অনেক বেশি কষ্ট করতে হয়। বিশেষ করে সে সব বাবা মা’রা যারা সন্তানদের ইসলামের আলোকে বড় করতে চান। এই প্রতিকূল পরিবেশে থেকেও বর্তমান সময়ের বাবা মা’রা তাদের সন্তানকে শুধু নামে মুসলিম না বরং একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে যে ভাবে গড়ে তুলতে পারবেন তারই দিক নির্দেশনা দেওয়া হয়েছে বইটিতে।
সন্তান প্রতিপালনে লোকমান হাকিমের উপদেশবলী, শিশুদের প্রতি নবী (সাঃ) এর ভালোবাসা, প্যারেন্টিং বিষয়ে নুমান আলী খানের পরামর্শ সবচেয়ে বেশি অসাধারণ লেগেছে।


ছোট বেলা থেকে সন্তানকে নামাজী করে গড়ে তুলতে হবে, মেয়ে শিশুদের হিজাবের অভ্যাস করতে হবে, সন্তানকে সিয়াম পালনের অভ্যাস করতে, সন্তানকে ইসলামী আদব শিক্ষা দিতে হবে, প্রিয় নবি মুহাম্মাদ (সাঃ) কে সন্তানের জীবনের রোল মডেল বানাতে সাহায্য করতে হবে, সন্তানের অধিকার ও সন্তানকে নির্ভুল জ্ঞান প্রদান নিশ্চিত করতে হবে সন্তানের সাথে বাবা মা’র আচরণ ও সন্তানকে বাবা মা’র গুরুত্ব বোঝাতে হবে, টিনেইজ বয়সে সন্তানেরা যে সকল সমস্যায় পড়ে সে সমস্যা গুলো থেকে সন্তানকে বাঁচানোর উপায় ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ বিষয় গুলো কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।

বইটির প্রতিটি  বিভাগ ও বিষয় অনুযায়ী কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স উল্লেখ করা আছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন আর আপনার মনে কনো সংশয় না থাকে।


এছাড়াও বইটির মধ্যে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে যেখান থেকে বাবা মায়েরা সন্তান লালন পালন সংক্রান্ত বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারে। শিশুর সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন ইসলামিক ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। প্যারেন্টিং বিষয়ের প্রায় সকল দিক নিয়েই আলোচনা করা হয়েছে বইটিতে।



বইটির সূচিপত্র দেখেই আপনি বুঝে যাবেন যে বইটিতে কতটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল।

বইয়ের প্রতিটি অধায় আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে।


আমি মনে করি প্যারেন্টিং বিষয়ের উপরে এটি একটি পূর্ণাংগ বই যার মাধ্যমে শিশু প্রতিপালন সম্পর্কে সকল কিছু জানা যায়। আসলে প্যারেন্টিং জিনিসটা যে এতো বড় দায়িত্ব তা বইটি না পড়লে কখনো বুঝতে পারতাম না। বাবা মা ছাড়াও পরিবারের অন্য সদস্যদের বইটি একবার হলেও পড়ে দেখা উচিত কারন একটি শিশু তার বাবা মা ছাড়াও পরিবারের অন্য সদস্য দের সাথেও অনেকটা সময় কাটায়।


সর্বশেষ একটাই কথা বলবো, যে সব বাবা মা নিজেদের সন্তানদেরকে একজন ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলতে চান সেই সব বাবা মা’দের জন্য এটি অবশ্য পাঠ্য একটি বই। এবং বইটি ঐ সকল ভাই বোনদের জন্য যারা নিজেদের চেয়ে তাদের সন্তানের ভবিষ্যত নিয়ে বেশি চিন্তা করেন এবং তাদের সন্তানদের এই পৃথিবীতে ও আখিরাতে উভয় ক্ষেত্রেই রক্ষা করতে চান।



إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.