প্রোডাক্টিভ মুসলিম.pdf লেখক : মোহাম্মাদ ফারিস Productive Muslim PDF by Mohammad Faris - eboiself

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated



প্রোডাক্টিভ মুসলিম

লেখক : মোহাম্মাদ ফারিস
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, নওমুসলিমদের জন্য, প্রোডাক্টিভিটি
পৃষ্ঠা : 256

আমি যখন বইটির অধ‍্যায়ের নাম গুলো পড়েছি সত‍্যি আমার কাছে অন‍্য রকম ভালো লাগা শুরু হয়েছে। কখন জানতে পারব অধ‍্যায়ের বিস্তারিত কথা গুলো। আস্তে আস্তে বই টি পড়তে শুরু করেছি যত পড়ি ততই ভালো লাগে। ততই মুগ্ধ হয়ে

যাই। প্রতিটি অধ‍্যায়ের প্রতিটা লেখা সাথে মনোমুগ্ধকর । আমাদের সকলের জীবনের একটা সুনির্দিষ্ট গন্তব্য রয়েছে মৃত্যু। মানুষ ভুল পথে চলে যায় অন্ধকার জীবনে চলে যায়। যেখানে রয়েছে হা হা কার। মানুষ তাদের জীবনে ভুল পথ অনুসরন করে চলার কারনে তাদের জীবনে ফিতনা, ফাসাদ,বিপর্যয় বিপদের মুখোমুখি হতে হয়।আবার সঠিক পথে অনুসরন করে জীবনকে শোভিত পুষ্পিত করে তোলে। বইটি তে একজন পাঠক কে এই বিষয় পরিচয় করিয়ে দেওয়ার মত করে সম্মানিত লেখক বই টি লিখেছেন। কিভাবে আপনার সময়কে আখিরাতের জন‍্য ব‍্যয় করবেন বইটি তে সম্মানিত লেখক সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরেছেন।বই টিতে ইসলামিক আকিদা সমকালিন ও প্রাচিন ভ্রান্তির সন্নিবেশে জীবনের এমন কিছু মৌলিক প্রশ্ন নিয়ে কাজ করা হয়েছে। একজন মুসলিমের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিক থেকে শুরু করে শান্তির ধর্মের অনেক মূল‍্যবান দিক গুলো তুলে ধরেছেন সেকুলিজম ফ‍্যামিনিজম নারীবাদ ইত‍্যাদি। প্র‍্যাক্টিসিং মুসলিম বইটি তে একজন মুসলিম কিভাবে একজন প্র‍্যাক্টিসিং মুসলিম এর জীবন বানাবে সেই দিক গলো তুলে ধরা হয়েছে।


✍️একনজরে সূচিপত্র –
লেখক বইটিকে ১৪ টি অধ্যায়ে সজ্জিত করেছেন।

✍️ জীবন
✍️ পাথেয়
✍️ তাওহীদ
✍️ রিসালাত
✍️ কিতাব
✍️ তাকদির
✍️ ফেরেশতা
✍️ আখিরাত
✍️ ইবাদাত
✍️ সালাত
✍️ সিয়াম
✍️ যাকাত
✍️ হজ্জ
✍️ নারীবাদ ও ইসলাম

✍মৃত ব‍্যক্তির জন‍্য শুধু মাত্র তিনটি হাদিয়া যাবে
নিজের আমল দ্বিনদার সন্তানের আমলের সওয়াব পৃথিবীতে কোনো ভালো কাজ করলে তার সওয়াব। এই তিন প্রকার আমল ছাড়া কিছুই যাবে না। বিস্তারিত জানতে বইটি পড়ুন।
✍ যাকাত কেনো দিব? যাকাত না দিলে কি কঠিন কোনো গুনাহ হবে? যাকাত না দিলে কি জাহান্নামে যেতে হবে?
✍ কিভাবে আল্লাহর একজন প্রিয় মুমিন বান্দা হতে পারবেন কিভাবে আলোর পথে ফিরে আসবেন। ইহকালে কিভাবে জীবন যাপন করতে হবে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা মুমিন ব‍্যাক্তি হয়ে মৃত‍্যু বরন করতে হবে। বাস্তব জীবনে কিভাবে জীবন যাপন করবে তেমন কিছু কথা আছে বইটিতে।
✍ নব প্রজন্মের ছেলে মেয়েরা কিভাবে আলোর পথে থাকবে অন্ধকার পথে যেনো যেতে না পারে বইটি তে তা তুলে ধরা হয়েছে।



✍ জীবনে চলার পথে দুইটি পথ রয়েছে আলো অন্ধকার কিভাবে তারা সঠিক পথ বেচেঁ নিবে কিভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসবে হেদায়েতের পথে ফিরে আসবে।
✍ মহান আল্লাহ তায়ালা ভাল মন্দ উভয়ই সৃষ্টি করেছেন কিন্তু কেবল ভালো জিনিসের প্রশংসা নেন কিন্তু খারাপটার নেন না কেন? আবার ভালো মন্দ সৃষ্টি করার কারনই কি?
✍ এ জীবন শেষ জিবন নয়, বরং মৃত‍্যুর পরই অনন্তকালের জীবন শুরু হবে, যাকে আখেরাত বা পরকাল বলা হয় আর যে জীবনে সুখ দূঃখ নির্ধারন হবে এ জীবনের কৃত কর্মের উপর ভিত্তি করে,এটা বিশ্বাস করা।বইটিতে তুলে ধরা হয়েছে।
♦বইটি কেনো পড়বেন♦
✍ আপনি দুনিয়ার মোহে পরে আছেন অন্ধকার জীবনে পরে আছেন দ্বিনের পথে ফিরতে পারছেন না আলোর সন্ধান খুজে পাইতেছেন না। দ্বিনের পথে ফিরে এসেও আবার অন্ধকার পথে চলে যান। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍আপনি অন‍্যের সুখ দেখে প্রাপ্তি দেখে নিজের অপ্রাপ্তি জন‍্য হীনমন‍্যতায় ভোগেন এবং জীবনে হতাশা ও দুর্দশায় ভরিয়ে দেন। এই গুলো থেকে আপনি ফিরতে চান কিন্তু ফিরতে পারেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ এই বইটি আপনার জন‍্য যদি আপনি ভাবেন আল্লাহ্ অমুককে এত বেশি ধন সম্পদ দিয়েছে আমাকে দেন না কেনো। হিংসা মারাত্মক গুনাহ। আপনি এই হিংসা থেকে ফিরতে চান ফিরতে পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।



✍ আপনি দুঃখে কষ্টে আছেন। একের পর এক এক বিপদ আপনার আসছে। সহ‍্য করতে পারছেন না। আল্লাহ কেনো আমাদের দুঃখ কষ্ট দেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ ঘৃনা করা হলো কুফর। আপনি কাউকে ঘৃনা করে। যেনে বা না যেনে করেন। যদি জানেন ঘৃনা কুফর তারপর ও এই ঘৃনা থেকে ফিরতে পারছেন না তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ বিদাত কি? বা বিদাত থেকে শত চেষ্টা করে ও ফিরতে পারছেন না। আপনি নামাজ রোযা করেন পর্দা করেন আল্লাহর রহমতে সকল আমল করার চেষ্টা করেন। কিন্তু বিদাত থেকে ফিরতে পারছেন না। তাহলে আল্লাহ্ আপনার কোনো ইবাদতই কবুল করবেন না।আল্লাহ্ সবাই কে ক্ষমা করলেও শিরক ও বিদাত কারিকে ক্ষমা করবেন না। যদি এই পথ থেকে ফিরে আসতে চান তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ আপনি পর্দা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। লোকে কি বলবে মানুষ কি বাজে কথা বলবে। আপনি মানুষের কথা কিভাবে ইগনোর করে পর্দা করবেন তা এই বইটিতে সম্মানিত লেখক তা তুলে ধরেছেন। তাহলে এই বইটি আপনার জন‍্য।
✍ আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাহলে এই বইটি আপনার জন‍্য।

♦প্রিয় বই থেকে কিছু বেদনাময় উক্তি♦
✍ জাহান্নামে প্রথম প্রবেশ করবে, এমন তিন ব‍্যক্তির একজন হচ্ছে, যে আল্লাহর হক(যাকাত)প্রদান করেনা।
✍ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করা। আল্লাহর সঙ্গে শরিক সাব‍্যস্তকারীর জন‍্য আল্লাহ্ জান্নাত হারাম করে দিয়েছেন।


✍ যে ব‍্যক্তি তার নিজের ও আল্লাহর মাজখানে কাউকে মাধ‍্যম বা উসিলা হিসেবে গ্রহন করে তাদের কাছে দুআ করে, সর্বসম্মতিক্রমে সে ও কাপের হয়ে যায়।
✍ আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া,কোনো গুরুত্ব প্রদান না করা,দ্বীন শিক্ষা গ্রহন না করা, শিক্ষা না থাকলেও সে অনুযায়ী আমল না করা
✍ কাফের মুনাফিকদের পক্ষপাতিত্ব করা এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য সহযোগিতা করা।
✍ ইসলামের কোনো কোনো বিধি বিধানের প্রতি যদি কেউ সামান্যতম অসন্তোষ কিংবা ঘৃনা পোষন করে তবে সেও নিঃসন্দেহ কাপের হয়ে যাবে, এমনকি যদি সে নিজে তা পালন করে তবুও।
ইত‍্যাদি।
♦পাঠক অনুভূতি♦
একজন মানুষ কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে।কিভাবে অন্ধকার পথ থেকে ফিরে আসতে পারবে। কিভাবে সত‍্য মিথ‍্যাকে যাচাই বাচাই করতে পারবে। কিভাবে বিপদের সময় ধৈর্য ধারন করবে। আল্লাহ্ একের পর এক দূঃখ কষ্ট দিলে মনের আশা গুলো পুরন না হওয়ার কারন কী? কিভাবে সত‍্যকে নিজের মাজে আনবে অন‍্যকে কিভাবে সত‍্যের পথে ফিরিয়ে আনবে। এই তরুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে ভুল পথে না যায়।
কিভাবে ভুল পথ থেকে সরে আসবে। কিভাবে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে। প্রিয় সম্মানিত লেখক বিষয় গুলো তুলে ধরেছেন।

আলহামদুলিল্লাহ্ বইটি পড়তে পারছি।সত‍্যি অসাধারন অতুলনীয় একটা বই। বই টি যে পড়ে সে বুজতে পারে কতটা উপকারি একটি বই। বইটা প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত প্রতিটা মানুষের কাছে থাকা উচিত। শুধু পরকালের জন‍্য নয় বই টি ইহকালের জন‍্য ও বই টি। সব কাজে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
সম্মানিত লেখকের জন‍্য দোয়া রইল । আগামী দিনে যেনো লেখক আমাদেরকে লেখকের এমন সুন্দর বই উপহার দিন পড়ার জন‍্য। নতুন কোনো বই নিয়ে যেনো আমাদের মাজে আবার ফিরে আসতে পারেন। জাযাকাল্লাহ্ খয়রন প্রিয় সম্মানিত লেখক।



✍️ একনজরে বইটি ✍️

বই : প্র্যাক্টিসিং মুসলিম
লেখক : নাদিউজ্জামান রিজভী
সম্পাদনা : শায়খ ইমদাদুল হক
বানান ও ভাষা সম্পাদনা : মিশকাত আহমাদ
প্রচ্ছদ : আবদুল্লাহ মারুফ রুসাফি
পৃষ্ঠা সংখ্যা : ৩০৪
প্রথম প্রকাশ কাল : জানুয়ারি ২০২১
মুদ্রিত মূল্য : ৩৬১ টাকা
প্রকাশনায় : মুভমেন্ট পাবলিকেশন্স!




Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.